ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাস্তায় সবজি বিক্রি, জব্দ করে এতিমখানায় দিলেন ইউএনও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, মে ২৫, ২০২৩
রাস্তায় সবজি বিক্রি, জব্দ করে এতিমখানায় দিলেন ইউএনও

চট্টগ্রাম: দীর্ঘদিন ধরে প্রতিবন্ধকতা তৈরি করে রাস্তার মাঝখানে সবজি বিক্রি করে আসছে ব্যবসায়ীরা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েক দফা তাগদা দেওয়া হলেও সর্তক হয়নি তারা।

অবশেষে সেই সব সবজি জব্দ করে এতিমখানায় বিলিয়ে দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।  

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে হাটহাজারী উপজেলার সরকারহাট বাজারের গুমান মর্দ্দন রাস্তার মুখ থেকে এসব সবজি জব্দ করা হয়।

 

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বাংলানিউজকে বলেন, রাস্তায় চলাচলে জায়গা নেই। তবুও কিছু ব্যবসায়ী রাস্তার মুখে শাক-সবজি বিক্রি করছে। কয়েক দফা বলা হলেও কর্ণপাত করেনি তারা। পরে ওই বাজারে অভিযান পরিচালনা করে সবজি আর শাক জব্দ করে এতিমখানায় বিলিয়ে দেওয়া হয়েছে। সেইসঙ্গে তাদেরকে সর্তক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মে ২৫, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।