ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

তেলাপোকা মারার বিষ খেয়ে চবি ছাত্রীর আত্মহত্যা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, মে ২৫, ২০২৩
তেলাপোকা মারার বিষ খেয়ে চবি ছাত্রীর আত্মহত্যা ছবি: প্রতীকী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: তেলাপোকা মারার বিষ খেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রী আত্মহত্যা করেছে।  

বৃহস্পতিবার (২৫ মে) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহী কলোনী এলাকায় নিজ বাসায় ওই ছাত্রী বিষ খান।

পরে পরিবারের সদস্যরা তাকে চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আত্মহত্যা করা ওই ছাত্রী চবির ইতিহাস বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী।

তার বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি এলাকায়।  

চবি প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থলে যাই। কিন্তু তাদের বাসা তালাবদ্ধ ছিল। মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে।  

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।