ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে বখাটের কারাদণ্ড 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, মে ২৮, ২০২৩
ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে বখাটের কারাদণ্ড  ...

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলায় ছাত্রীদের অশ্লীল কথা-বার্তা ও অশালীন অঙ্গভঙ্গি করার অভিযোগে কাজল শেখ নামের এক বখাটেকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৮ মে) সকালে কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযূষ কুমার চৌধুরী এ আদেশ দেন।

 

দণ্ডপ্রাপ্ত কাজল শেখ নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার নোয়াপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।

পিযূষ কুমার চৌধুরী বাংলানিউজকে বলেন, বেশ কিছুদিন ধরে উপজেলার শিকলবাহা ইউনিয়নের মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের আসা-যাওয়ার পথে অভিযুক্ত কাজল শেখসহ কয়েকজন বখাটে উত্ত্যক্ত করত।

রোববার সকালে স্কুলের কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে তাকে আটক করে এ সাজা দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মে ২৮, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।