ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে বিএনপির পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, মে ২৮, ২০২৩
চট্টগ্রামে বিএনপির পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম: বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে।  

রোববার (২৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নগরে বাকলিয়া এক্সেস রোড এলাকা থেকে বিএনপির নেতাকর্মীদের নিয়ে মিছিল বের হয়। মিছিলটি বহদ্দারহাট এলাকায় পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে কর্মীরা।

এতে পুলিশ ছত্রভঙ্গ হয়ে পড়ে। তবে বিএনপি কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলেও পুলিশ পাল্টা কোনো অ্যাকশনে যায়নি ।  

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম বাংলানিউজকে জানান, হঠাৎ করে মিছিলের শেষ পর্যায়ে এসে এমন ঘটনা ঘটেছে। এখনও কাউকে আটক করা হয়নি। পুলিশের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হামলায় কত জন পুলিশ সদস্য আহত হয়েছেন এবিষয়ে তিনি কোনো তথ্য জানতে পারেননি।  

তবে বিষয়টি অস্বীকার করে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বাংলানিউজকে বলেন, টোকাই ছেলেরা পুলিশের ওপর ইট-পাটকেল ছোঁড়ে। তখন আমাদের কর্মীরা টোকাইদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছিল। পুলিশের ওপর হামলায় আমাদের কেউ জড়িত নয়।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মে ২৮, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।