ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

তেল চুরি: ২ নৌযান থেকে গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, মে ২৮, ২০২৩
তেল চুরি: ২ নৌযান থেকে গ্রেফতার ৪

চট্টগ্রাম: তেল চুরির সময় দুই নৌযানের চারজনকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। এ সময় ১ হাজার ২০০ লিটার অপরিশোধিত চোরাই ভোজ্য তেলও উদ্ধার করা হয়।

 

রোববার (২৮ মে) ভোর সাড়ে ৪টার দিকে কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সদরঘাট নৌ থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন, মো. রায়হান, বুলবুল আহম্মদ, মো. আব্দুল হক এবং ওহিদুর নবী।

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বাংলানিউজকে বলেন, ‘এমভি ওশান ভিউ থেকে চোরাই তেলসহ দুজনকে আটকের পর তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে এমটি-বুলবুল নামের অয়েল ট্যাংকারটি জব্দ করা হয়। পরে ওই ট্যাংকার থেকে ঘটনায় জড়িত আরও দুজনকে আটক করা হয়। এ সময় আরো ৫ জন পালিয়ে যায়। অভিযানে ১ হাজার ২০০ লিটার অপরিশোধিত চোরাই ভোজ্য তেল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এই ঘটনায় সদরঘাট নৌ-থানায় একটি মামলা দায়েরের পর তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মে ২৮, ২০২৩
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।