ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, মে ২৯, ২০২৩
বোয়ালখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে শ্বশুর বাড়ি থেকে নূর নাহার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।  

সোমবার (২৯ মে) সকাল ৮টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবদুল কাদেরের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

তিনি আবদুল কাদেরের স্ত্রী। তাদের সংসারে ৫ মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

 

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো.শফিক বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার রহস্য জানতে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, মে ২৯, ২০২৩ 
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।