ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

এবিএম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুবার্ষিকী রোববার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, জুন ৩, ২০২৩
এবিএম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুবার্ষিকী রোববার ...

চট্টগ্রাম: রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সাবেক সদস্য, ব্যবসায়ী ও সমাজসেবক এবিএম ফজলে রাব্বী চৌধুরী মানিক এর ৩য় মৃত্যুবার্ষিকী রোববার (৪ জুন)।

এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় গহিরা বক্স আলী চৌধুরী বাড়িস্থ মরহুমের নিজ বাড়ির কবরস্থান সংলগ্ন জামে মসজিদে পবিত্র খতমে কুরআন, মিলাদ, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সকল শুভানুধ্যায়ীদের মরহুমের রুহের মাগফিরাত কামনা করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।  

এবিএম ফজলে রাব্বী চৌধুরী রাজনীতিবিদ ও পার্লামেন্টারিয়ান, সাবেক পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের বিরোধী দলের নেতা এবং পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদের চেয়ারম্যান মরহুম এ কে এম ফজলুল কবির চৌধুরী এবং মরহুমা সাজেদা কবির চৌধুরীর দ্বিতীয় সন্তান।

২০২০ সালের ৪ জুন দুপুর ১২টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।

তিনি জাতীয় সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপির বড় ভাই।

এবিএম ফজলে রাব্বী চৌধুরী সক্রিয় রাজনীতি ছাড়াও বিভিন্ন জনহিতকর কাজ ও সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জুন ০৩, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।