ঢাকা, রবিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ধর্ষণ মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জুন ৩, ২০২৩
ধর্ষণ মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার ...

চট্টগ্রাম: ফটিকছড়ির ভূজপুর থানার ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো.হাসানকে সাত বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-৭।  

শনিবার (৩ জুন) সকালে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নুরুল আবছার এই তথ্য জানান।

মো.হাসান (২৫) ভূজপুরের শান্তিনগর আনারস টিলা এলাকার মো.জাহাঙ্গীরের ছেলে।  

র‌্যাব জানিয়েছে, ২০১৬ সালের ৬ ডিসেম্বর ভিকটিমের মা তাকে বাড়িতে একা রেখে পার্শ্ববর্তী গ্রামে আরেক মেয়ের বাড়িতে বেড়াতে যান।

ভিকটিমের বাবা তাকে চাচার বাড়িতে রেখে কাজে বের হন। পরদিন ৭ ডিসেম্বর প্রতিবেশী ফারহানা তাকে বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফারহানা ভিকটিমকে আসামি মো. হাসানের কাছে রেখে চলে আসে। পরবর্তীতে হাসান গামছা দিয়ে ভিকটিমের মুখ বেঁধে রামগড় টি-আর চা বাগানে নিয়ে যায়। সেখানে ভিকটিমের ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর আসামি তার বন্ধুর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সময় ভিকটিম কৌশলে পালিয়ে যায় এবং গ্রামের আরেক চাচার বাড়িতে আশ্রয় নেয়।  

এ ঘটনায় ভিকটিমের বাবা মো.কালা মিয়া বাদী হয়ে ভূজপুর থানায় ২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এর পর থেকে ধর্ষক হাসান গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে হাসানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত দীর্ঘ বিচার কার্যক্রম শেষে ধর্ষক মো.হাসানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।  

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নুরুল আবছার জানান, ধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. হাসান সীতাকুণ্ডের পাকা মসজিদ এলাকায় আত্মগোপনে থাকার তথ্যের ভিত্তিতে শুক্রবার (২ জুন) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
  
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুন ০৩, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ