ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শিক্ষার হার বৃদ্ধি পেলেও গুণগত মান বাড়েনি: ডা. শাহাদাত 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, জুন ৫, ২০২৩
শিক্ষার হার বৃদ্ধি পেলেও গুণগত মান বাড়েনি: ডা. শাহাদাত  ..

চট্টগ্রাম: মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সুশিক্ষায় শিক্ষিত হতে পারলেই দেশ ও জাতির উন্নতি সাধন হবে । শিক্ষার হার বেড়েছে কিন্তু গুণগত মান বাড়েনি।

পরীক্ষায় পাসের হার বাড়িয়ে দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে শিক্ষার মান আরও কমে গিয়েছে।
কারিগরি শিক্ষাব্যবস্থা উন্নত করতে হবে। প্রশিক্ষিত জনশক্তি বাড়াতে হবে।

সোমবার (৫ জুন) বিকেলে নগরের থিয়েটার ইনস্টিটিউটে ১৫তম  শিল্পাচার্য  জয়নুল আবেদিন স্মৃতি চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক ক্ষেত্রে দেখি  জাঙ্ক ফুডের কারণে বাচ্চারা বেশি অসুস্থ হয়ে পড়ে। জাঙ্ক  ফুড পরিহার করতে হবে। সকালের খাবার  স্বাস্থ্যসম্মত হতে হবে।  

ক্লাসিক‍্যাল ফটোগ্যালারর পরিচালক আব্দুল আউয়ালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. তাসলিমা চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম, কোতোয়ালী থানা বিএনপির  সাধারণ সম্পাদক জাকির হোসেন, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম ও  জিয়া পাঠাগারের আহ্বায়ক জসীম উদ্দিন চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুন ৫, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।