ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে ৬ জন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জুন ৭, ২০২৩
অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে ৬ জন গ্রেফতার ...

চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ এলাকা থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৬ জুন) দিবাগত রাতে আতুরার ডিপো তাহেরাবাদ আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- জেসমিন (৩৮), খালেদা বেগম (৩৫), রাবেয়া (২২), রেহেনা (২৫), সাথী (২০) ও জলিল (৪২)।  

পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় তাহেরাবাদ আবাসিক এলাকার একটি ভবনের ৫ম তলা থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়।

আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জুন ০৭, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।