ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবি সাংবাদিক সমিতির ফল উৎসব

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জুন ৭, ২০২৩
চবি সাংবাদিক সমিতির ফল উৎসব ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: মধুমাস উপলক্ষে মৌসুমি ফল উৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)। আম, জাম, কাঠাল, লিচু, আনারস, তালশাসসহ বাহারি ফল ছিল উৎসবে।

বুধবার (০৭ জুন) বেলা ৩টায় চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এ ফল উৎসব অনুষ্ঠিত হয়।

চবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইমাম ইমুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবিসাসের সভাপতি মাহবুব এ রহমান।

অনুষ্ঠানে সহকারী প্রক্টর ড. আহসানুল কবির পলাশ বলেন, বিশ্ববিদ্যালয়ে আমার সৌভাগ্য হয়েছিল, একসময় দুজন সাংবাদিক আমার রুমমেট ছিলেন। তাই আমি তাদের চ্যালেঞ্জগুলো দেখেছি। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের অভিবাদন জানাই।  

তিনি আরও বলেন, চবি সাংবাদিক সমিতি আমাদেরকে সঠিক পথে চলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাংবাদিকরা সহযোগিতা না করলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা সহজে জানতে পারতাম না। সাংবাদিকতার পাশাপাশি চবি সাংবাদিক সমিতি বিভিন্ন সময় নান্দনিক আয়োজন করে থাকে, ফল উৎসব এর মধ্যে অন্যতম। এমন আয়োজন আরও হোক, সেই প্রত্যাশা থাকবে।  

সহকারী প্রক্টর অরূপ বড়ুয়া বলেন, আমি সাংবাদিক সমিতির প্রতিটি আয়োজনে অংশগ্রহণের চেষ্টা করি। সাংবাদিকদের সঙ্গে আমার সবসময় ভালো সম্পর্ক ছিলো। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সত্য প্রকাশ পাবে। সেই সত্যকে ধারণ করে আমরা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখি।

চবি সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব এ রহমান বলেন, এমন ফলের মৌসুমে সবারই মৌসুমি ফল খাওয়া উচিত। আমাদেরই সমিতি আমাদের পরিবারের মতোই। তাই পরিবারের সবাইকে নিয়েই আমাদের এই আয়োজন। কাজের সুত্রে প্রক্টরিয়াল বডির সাথে আমাদের হৃদ্যতা সবচেয়ে বেশি। আমাদের আমন্ত্রণে গ্রহণ করায় কৃতজ্ঞতা তাঁদের প্রতিও।  

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী প্রক্টর নাজেমুল আলম মুরাদ ও রোকন উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুন ৭, ২০২৩
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।