চট্টগ্রাম: লাইটার চুরির অভিযোগে শিশুকে মারধর করেছেন এক পুলিশ সদস্য। মারধরের শিকার শিশুটির নাম বাবু।
রোববার (১১ জুন) সকাল ১১টার দিকে নগরীর টাইগারপাস পুলিশ বক্সের পাশে এই ঘটনা ঘটে।
ট্রাফিক বক্সের পাশের একটি দোকানে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করে ওই শিশু।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানে ঢুকে কনস্টেবল শওকত ওই শিশুকে একের পর এক থাপ্পড় দিতে থাকে। এসময় তার মুখে ছিল সিগারেট। শিশুটির কান্না দেখে স্থানীয়রা তাকে থামতে বললেও তিনি শুনেননি।
শিশুটি জানিয়েছে, পুলিশ বক্স থেকে লাইটার নিয়ে আসার কথা বলে তাকে মারধর করেছে সেই পুলিশ সদস্য। তবে সে কোনও লাইটার আনেনি।
এই ঘটনার ৩০ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
কনস্টেবল শওকত বলেন, ওই ছেলেটার আগে চুরির অভ্যাস আছে। ট্রাফিক বক্স থেকে সে একটা লাইটার চুরি করে নিয়ে এসেছে। আগেও মোবাইল, চার্জারসহ অনেক কিছু চুরি করেছে। তার মাকে অনেকবার এই বিষয়ে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুন ১১, ২০২৩
এমআই/টিসি