ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘শেখ হাসিনার কারামুক্তির মধ্য দিয়ে জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পায়’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, জুন ১১, ২০২৩
‘শেখ হাসিনার কারামুক্তির মধ্য দিয়ে জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পায়’

চট্টগ্রাম: মহানগর যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু বলেছেন, ২০০৮ সালের এইদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১/১১ সরকারের সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে দীর্ঘ ১১ মাস কারাভোগের পর মুক্তি লাভ করেন। বঙ্গবন্ধু কন্যার কারামুক্তির মধ্য দিয়ে দেশের জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পায়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়িত হচ্ছে আজ তাঁর সুযোগ্য কন্যার নেতৃত্বে।  
                                                                                                                                      
রোববার (১১ জুন) আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে এক সভায় তিনি এসব কথা বলেন ।

এদিন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর উদ্যোগে নগরের ১০নং উত্তর কাট্রলী ওয়ার্ডের কারেমিয়া শামসুল উলুম হেফজখানা ও এতিমখানা মাদ্রাসায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

মৌলানা আবুল কালাম সাহেবের পরিচালনায় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সুফিউর রহমান টিপু, নুরনবী পারভেজ, ইমতিয়াজ বাবলা, মো. ইসমাইল, এমরান হোসেন, মনিরুল হক মনির, হোসেন আহমদ কিরন, মোস্তফা মামুন ভুঁইয়া, তানভির বিন হাসান, নুরুল আজিম বাবুল, দিদার হোসেন, মো. মাকসুদুর রহমান,হৃদয় কুমার দাস আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, নুর ইসলাম রিয়াদ, হারুনুর রশিদ সামিউল, পলাশ চক্রবর্তী, আব্দুল মমিন রাজু, নুরুল হুদা জনি, বাপ্পি, সোহেল, রাসেল, রিপন বিশ্বাস,, রাশেদুল ইসলাম ইমু, সজিব কান্তি দাস, আসিফ রাইসুল, ওমর শরীফ, মাইনুল হোসেন সোহান, মো. জাবেদ মো. রুবেল, ইব্রাহিম রকি, মো. ইরফান, মো. সাকিব, আরেফিন বখতিয়ার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুন ১১, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।