ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

এমএ হান্নানের অবদান চিরস্মরণীয়: মেয়র রেজাউল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এমএ হান্নানের অবদান চিরস্মরণীয়: মেয়র রেজাউল ...

চট্টগ্রাম: বাংলাদেশের মুক্তিসংগ্রামে এমএ হান্নানের অবদান চিরস্মরণীয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।  

সোমবার (১২ জুন) মুক্তিযুদ্ধের এই সংগঠকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় এ মন্তব্য করেন।

 

মেয়র বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার বার্তা অবলম্বনে কালুরঘাট বেতারকেন্দ্র থেকে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক এমএ হান্নান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। এ ছাড়া মুক্তিযুদ্ধের অনেক আগ থেকে থেকেই দলীয় কর্মী ও সাধারণ জনতাকে দেশের স্বাধীনতা আন্দোলনের পক্ষে প্রস্তুত করতে কাজ করেছিলেন তিনি।

মুক্তিযুদ্ধে তার অবদান চিরস্মরণীয়।

মেয়রের সঙ্গে ছিলেন প্যানেল মোহাম্মদ গিয়াস উদ্দিন, কাউন্সিলর জহর লাল হাজারী, গোলাম মো. জোবায়ের, আতাউল্লা চৌধুরী, হাসান মুরাদ বিপ্লব, আবুল হাসনাত মো. বেলাল, মো. আবদুস সালাম মাসুম, পুলক খাস্তগীর, নূর মোস্তফা টিনু, সংরক্ষিত নারী কাউন্সিলর নীলু নাগ ও আনজুমান আরা। উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম, নগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ড. মাসুম চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ১২, ২০২৩ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।