ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

খাল ভরাট করে অবৈধ স্থাপনা, উচ্ছেদ করলো পাউবো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
খাল ভরাট করে অবৈধ স্থাপনা, উচ্ছেদ করলো পাউবো

চট্টগ্রাম: পটিয়ায় বুধপুরা বাজারে খালের জায়গা ভরাট করে নির্মাণ করা অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে পটিয়া সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, কাশিয়াইশ ইউনিয়নে অবৈধভাবে নির্মাণ করা হয় স্থায়ী-অস্হায়ী স্থাপনা। পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্পের সময় এ খাল ভরাটের বিষয়টি নজরে আসে।

দীর্ঘ দুই দশক পর খালটি দখল মুক্ত করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড পটিয়ার উপ সহকারী প্রকৌশলী অপু দেব বাংলানিউজকে বলেন, বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের আওতায় চলমান কাজ করতে গিয়ে বুধপুরা বাজার এলাকায় অবৈধভাবে খাল ভরাটের প্রমাণ পাওয়া পাই। বৃহস্পতিবার সকাল থেকেই সেখানে অভিযান পরিচালনা করে অবৈধ দখল করা খালটির জায়গা উদ্ধার করা হয়।  

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।