ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীতে সাড়ে ৯ কেজি স্বর্ণসহ ৪ জন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
কর্ণফুলীতে সাড়ে ৯ কেজি স্বর্ণসহ ৪ জন আটক ...

চট্টগ্রাম: নগরের কর্ণফুলী থানাধীন নতুন ব্রীজ এলাকা থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নতুন ব্রীজের মইজ্জ্যার টেকে কক্সবাজার থেকে আসা একটি বাস থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

 

আটককৃতরা হলেন- অলোক ধর (২৫), নারায়ন ধর (৩৮), জুলি ধর (৩৫) ও গীতা ধর (৩৮)।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি চৌকস টিম নগরের মইজ্জ্যার টেক এলাকা থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণ জব্দ করেছে।

কক্সবাজার থেকে আসা একটি বাসে এ স্বর্ণ মিলেছে। এ ঘটনায় দুইজন পুরুষ ও দুইজন নারীকে আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জুন ১৬, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।