ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড়ের মাটি কাটায় আটক ১, জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
পাহাড়ের মাটি কাটায় আটক ১, জরিমানা  ...

চট্টগ্রাম: নগরের খুলশী থানাধীন ১৪ নম্বর লালখান বাজার এলাকায় পাহাড় কাটার দায়ে এক যুবককে আটক করা হয়েছে। জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা।

 

শনিবার (১৭ জুন) বাগঘোনায় পাহাড়ের মাটি কাটার অভিযোগে তাকে আটক করা হয়।

আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বাংলানিউজকে বলেন, বাগঘোনা পাহাড় থেকে বৃষ্টির সময় কোদাল দিয়ে মাটি কাটার অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে মো. গিয়াসউদ্দিন নামের এক যুবককে আটক করা হয়।

তাকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(চ) ধারা লঙ্ঘনের ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।  

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, পরিবেশ সংরক্ষণ ও পাহাড় রক্ষায় চট্টগ্রাম জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে অটুট রয়েছে। পাহাড় কাটলেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জুন ১৮, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।