ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গরুর বাজার সিসি ক্যামেরা ও ড্রোন দিয়ে তদারকি করা হচ্ছে: সিএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
গরুর বাজার সিসি ক্যামেরা ও ড্রোন দিয়ে তদারকি করা হচ্ছে: সিএমপি কমিশনার ...

চট্টগ্রাম: নগরের সব গরুর বাজার সিসি ক্যামেরা ও ড্রোন দিয়ে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়।  

সোমবার (২৬ জুন) নগরের চাঁন্দগাঁও থানার নূর নগর হাউজিং ও কর্ণফুলী থানার মইজ্জারটেক গরুর বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই এসব তথ্য জানান।

কমিশনার বলেন, জাল টাকা শনাক্তে গোয়েন্দা সংস্থা কাজ করছে। তাছাড়া রাস্তার আশপাশে গড়ে উঠা কয়েকটা গরুর বাজার উচ্ছেদ করা হয়েছে।
যেখানে গরুর বাজার ইজারা দেওয়া হয়েছে, তার বাইরে বসালে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  সড়কে গরুবাহী গাড়ি আটকানো নিষিদ্ধ করা হয়েছে।  

এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিনসহ  সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।