ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ঘাটফরহাদবেগ কবরস্থান সংস্কারে ২ লাখ টাকা অনুদান দিলেন নওফেল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
ঘাটফরহাদবেগ কবরস্থান সংস্কারে ২ লাখ টাকা অনুদান দিলেন নওফেল ...

চট্টগ্রাম: নগরের দেওয়ানবাজার ওয়ার্ডের ঘাটফরহাদবেগ কবরস্থানের সংস্কার ও সৌন্দর্য বর্ধনের জন্য ব্যক্তিগত তহবিল থেকে নগদ ২ লাখ টাকা অনুদান দিয়েছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।  

পরে তিনি এলাকায় ঘরে ঘরে গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং ২০টি পরিবারকে নগদ সহায়তা প্রদান করেন।

এই সময় শিক্ষা উপমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যেন আমরা সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকি। আমরা শুধু ভোট আসলে ভোট চাইতে জনগণের ঘরে যায় না।

আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটের আগে ও পরে সুখে-দুঃখে মানুষের পাশে থাকে 

তিনি আর বলেন, জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই আপনারা আজকে বয়স্ক ভাতা পাচ্ছেন, বিধবা ভাতা পাচ্ছেন, উপবৃত্তির টাকা পাচ্ছেন। তিনি আপনাদের টিসিবির মাধ্যমে ভর্তুকি দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দিচ্ছেন। তিনি প্রধানমন্ত্রী আছেন বলেই দেশে এতো উন্নয়ন হচ্ছে। তাই আপনারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য দোয়া করবেন যাতে উনি দীর্ঘজীবী হোন এবং আমৃত্যু এই দেশের নেতৃত্ব দিতে পারেন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ২০ নম্বর দেওয়ানবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মাহমুদ হাসনী, ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হক, বখতিয়ার ফারুক, আতিক উল্লাহ, গিয়াস উদ্দিন, বজল আহমেদ, মো. লোকমান, সাজ্জাদ আলী সাজু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।