ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চন্দনাইশে অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
চন্দনাইশে অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার ...

চট্টগ্রাম: চন্দনাইশ থেকে দেশিয় বন্দুকসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।  

শনিবার (৮ জুলাই) রাতে উপজেলার ধোপাছড়ির শান্তিরহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

এর আগে দুপুরে দোহাজারী পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাদের এক সহযোগিকে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রোয়াংছড়ির মৃত সত্যবান ত্রিপুরার ছেলে কিলিরাম ত্রিপুরা (৩৬), আলীকদমের শিগরাং ত্রিপুরার ছেলে যেহেল ত্রিপুরা (৩৪) ও পশ্চিম ধোপাছড়ির নন্দমনি ত্রিপুরার ছেলে সুভাষ ত্রিপুরা (২২)।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, পাহাড়ি সন্ত্রাসীগোষ্ঠী অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজিসহ নানা অপরাধ করে গা ঢাকা দিতো৷ তাদের ধরতে পুলিশের নজরদারি অব্যাহত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।