ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জনগণ কখনো অশুভ শক্তিকে গ্রহণ করবে না: নাছির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
জনগণ কখনো অশুভ শক্তিকে গ্রহণ করবে না: নাছির ...

চট্টগ্রাম: মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার প্রতীক নিয়ে মাঠে নেমেছি। এই যাত্রায় নৌকাই অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সমৃদ্ধির প্রতীক।

আমাদের সাথে জনগণ আছে, এই জনগণ কখনো অশুভ শক্তিকে গ্রহণ করেনি। তারা শুভ যাত্রায় নৌকাকেই বরণ করেছে।
এই নৌকায় আমাদের সমস্ত সাফল্য ও অর্জনের বাহন।  

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে বাদ যোহর খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল, জঙ্গীশাহ মাজার জিয়ারত শেষে চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানের সূচনায় তিনি এসব কথা বলেন।

আ জ ম নাছির বলেন, আপনারা আগামী ৩০ জুলাই উপনির্বাচনে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে প্রমাণ করুন এদেশে গণতন্ত্র আছে, ভোটাধিকার আছে এবং আমরাই আমাদের শক্তি। অশুভ শক্তির বিরুদ্ধে নৌকার জয়যাত্রা বাঙালিকে আবারও জাগিয়ে তুলবে।  

আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বলেন, দেশ ও জাতির শুভযাত্রায় আমি সারথী হতে পেরে আমি গর্বিত। যদি আপনাদের আস্থা ও ভালবাসা পাই এবং নির্বাচিত হই তাহলে আমার পূবসূরী মতই আপনাদের পাশে থাকবো।

 তিনি প্রয়াত নেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, তাঁরা বাংলাদেশকে ভালবেসেছিলেন। তাঁদের ত্যাগ ও নিবেদনে আমরা এই মাটিতে দাঁড়িয়ে আছি। এই মাটিকে সুরক্ষিত করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা চাই।

এ সময় উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, নির্বাচন পরিচালনা কমিটির দপ্তর ও প্রচার সেলের সমন্বয়ক, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক  শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক আহমেদুর রহমান সিদ্দিকী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী মো. হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, নির্বাহী সদস্য কামরুল হাসান বুলু, সাইফুদ্দিন খালেদ বাহার, হাজী বেলাল আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান ও ওয়ার্ড কাউন্সিলর মোর্শেদুল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।