ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘বাংলাদেশকে অপশক্তির কাছে পরাজিত হতে দেব না’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
‘বাংলাদেশকে অপশক্তির কাছে পরাজিত হতে দেব না’ ...

চট্টগ্রাম: মুক্তিযুদ্ধের প্রজন্ম-বৃহত্তর চট্টগ্রামের নব গঠিত কার্যকরী কমিটির শপথ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠান বৃহস্পতিবার (১৩ জুলাই) চট্টগ্রামের অস্থায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে।  

অনুষ্ঠানে প্রধান অতিথি সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার নবগঠিত কমিটির সবাইকে শপথ বাক‍্য পাঠ করান।

 

সংগঠনের সভাপতি আবদুল মালেক খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন সংগঠনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সাইফুন নাহার খুশী।

 

সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য দেন সহ সভাপতি মোঃ কামাল উদ্দিন, রাজীব চন্দ, শিলা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দীপন দাশ, মুস্তাফিজুর রহমান বিপ্লব, মাহি আল জিসা, মহিলা সম্পাদিকা কোহিনুর আকতার, প্রচার সম্পাদক জবুরুত উল্লাহ জয়, সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাডভোকেট আফতাব উদ্দিন, নাছির আলী খান, এম এ খালেক ,আবদুর রহিম, অমিত মজুমদার নয়ন, শাহাদাত টিপু, শিরিন আকতার বিপাশা, ইয়াসির আরাফাত শ্রাবণ, কোহিনুর আকতার কনা, খোরশেদ আলম, নূসরাত জাহান, অনিমেষ পালিত, মফিজুর রহমান বাহাদুর, ইশতিহাদ হোসেন শিপন, আইমান উদ্দিন, শাহেদুল আলম, সৈয়দ মুনতাসীর হিসাম, রাজমনি সেন, মঞ্জুরুল ইমাম শাকিব, অ্যাডভোকেট বরকত উল্লাহ সাঈদ, জনি বিশ্বাস, মহিউদ্দিন মাহি, জয় দাশগুপ্ত, জোবাইদ চৌধুরী প্রমূখ।  

সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর কালজয়ী নেতৃত্বে একাত্তরের মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় আমরা জেগে থাকবো। লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে আমরা স্বাধীনতাবিরোধী অপশক্তির কাছে পরাজিত হতে দেব না; জীবনের বিনিময়ে হলেও আমরা এই ষড়যন্ত্র রুখবোই।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।