ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে আটক ৩ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে আটক ৩  ...

চট্টগ্রাম: নগরে বেপরোয়া গতিতে বাস চালানোসহ নানা অনিয়মের বিরুদ্ধে অভিযান করেছে নগর ট্রাফিক (উত্তর) বিভাগ। এ সময় নগরের ১০ নম্বর রুটের ১৮টি বাসের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

এছাড়া ফিটনেসবিহীন ১৩টি গাড়ি আটক ও লাইন্সে না থাকায় ৩ বাস চালককে থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) নগরের ১০ নম্বর রুটে সকাল থেকে বিকেল পর্যন্ত এই পরিচালনা করা হয়।

ট্রাফিক (উত্তর) বিভাগের উপ পুলিশ কমিশনার জয়নুল আবেদিন বাংলানিউজকে বলেন, দিনভর অভিয়ানে ১০ নম্বর রুটে বেপরোয়ার গতিসহ বিভিন্ন অপরাধে ১৮টি বাসকে মামলা দেওয়া হয়েছে। অভিযানে ফিটনেস না থানায় ১০ নম্বর রুটের ১৩টি বাসকে আটক করা হয়। এছাড়া অপ্রাপ্ত বয়স্ক ও লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে তিন বাসচালককে ধরে পাঁচলাইশ পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।