ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে যুবলীগ নেতা নোবেলের গণসংবর্ধনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
চট্টগ্রামে যুবলীগ নেতা নোবেলের গণসংবর্ধনা ...

চট্টগ্রাম: মহানগর যুবলীগের নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেলকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।  

শুক্রবার (১৪ জুলাই) বিকেলে নগরের অলংকার মোড়ে নোবেলকে ফুলেল শুভেচ্ছায় গণসংবর্ধনা দেন আকবরশাহ থানা, পাহাড়তলী থানা, হালিশহর থানা এবং ডবলমুড়িং থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরের নেতাকর্মীরা।

 

গণসংবর্ধনা অনুষ্ঠানে ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন লুভনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।  

এ সময় হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, আজ এই ঝড় বৃষ্টিতে ভিজে ভিজে বজ্রপাতের মতো গর্জন স্লোগান মুখর সভা প্রমাণ করে দিলো নোবেলের প্রতি তার কর্মীদের ভালবাসার পরিমাণ।

অদূর ভবিষ্যতের অগ্নি পরীক্ষায় রাজপথে নেতার প্রতি কর্মীদের এই ভালোবাসা নিয়ে নামতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনে রাজপথে অগ্নিপরীক্ষা দিতে হবে, এখন থেকেই সেই অগ্নি পরীক্ষার জন্য সবাইকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আহবান জানাচ্ছি।

সংবর্ধিত নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেল বলেন, অনেক ত্যাগ তিতিক্ষার পর কেন্দ্রীয় নেতারা আমাকে মূল্যায়ন করেছেন। এই মূল্যায়নের মধ্য দিয়ে আমার দীর্ঘদিনের রাজপথের সাথীদের মূল্যায়ন করা হয়েছে যারা দিন রাত পরিশ্রম করে আমার হাতকে শক্তিশালী রেখেছেন, মূল্যায়ন করা হয়েছে আমার বৃহত্তর পাহাড়তলী, হালিশহর, আকবরশাহ অঞ্চলের পরিশ্রমী যুব সমাজকে। এবার আমাদের সংঘবদ্ধ ভাবে কাজ করার পালা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকেেআগের চেয়েও অধিক সুসংঘবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাত আরো অধিক শক্তিশালী করে নৌকার পক্ষে নিরঙ্কুশ বিজয় ছিনিয়ে আনার শর্তে ঘরে ফেরার প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আকবরশাহ্ থানা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক সরওয়ার মোর্শেদ কচি, ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো. ইউনুস, ৮নং শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল আহসান, সাবেক ছাত্রনেতা ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সৈয়দ কায়নাদ মোর্শেদ কনক, সৈয়দ নাছির উদ্দিন ফাহিম, ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক উপ আপ্যায়ন সম্পাদক হাবিবুর রহমান রিপন, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য শিবু প্রসাদ চৌধুরী।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আন্তঃজেলা শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হাজী ইকবাল, মহানগর সেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা বখতিয়ার উদ্দিন, ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস মো. পাভেল ইসলাম, ২৮নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী আলো, ১০নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আবু তৈয়ব, মহানগর যুবলীগ নেতা নূর উদ্দিন মিল্টন, সাইফুল ইসলাম রবিন, ৯নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর আহম্মেদ খোকন, সিরাজুল ইসলাম লিটন, মহানগর সেচ্ছাসেবক লীগ নেতা ফারহান সোহেল, জয় মামুন, মহানগর যুবলীগ নেতা ফয়সাল মাকসুদ, আরিফ মুহাম্মদ হারুনী, ৮নং শুলকবহর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান রেইমান, পাহাড়তলী থানা যুবলীগ নেতা এনামুল হক আজিম, এস এম ফারুক, আরিফ, রনি, নেছার, একুশে ক্লাব সামাজিক সংগঠনের সভাপতি হাফিজ সায়েদ, সাধারণ সম্পাদক মুছা নবী, আকবরশাহ্ থানা যুবলীগ নেতা আজাদ, গোলাম রাব্বানী রাফি, মিজান, বাবু , ১২নং ওয়ার্ড যুবলীগ নেতা রাজু, সেলিম, তারেক, ৩৮ওয়ার্ড যুবলীগ নেতা তকির আহম্মেদ, ১১নং ওয়ার্ড যুবলীগ নেতা আকবর, মহানগর ছাত্রলীগের নাট্য বিষয়ক সম্পাদক ফয়সাল বিন নিজাম, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করীম, ডবলমুরিং থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম আরদীন, ২১নং জামালখাঁন ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুবায়েদুল আলম আশিক, পাহাড়তলী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম আকাশ, উপ তথ্য ও গবেষণা সম্পাদক আরাফাত হোসেন বিজয়, উপ ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ উদ্দিন আকিল, ছাত্রলীগ নেতা রতন, রাকিব, পাহাড়তলী থানা ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম প্রান্ত, ইউসুফ তানভীর, ৯নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মারুফ হোসেন, সিদ্ধার্থ শংকর দাশ, জহির উদ্দিন বাবু, ১০নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা অয়ন আর্চায্য, প্রাতুল দত্ত পিয়াল, ১১নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা আজাদ, ১২নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সিফাত হাবীব রবি, ইরফান, আকিল, আশিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।