ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মহিউদ্দিন বাচ্চুর সমর্থনে যুব মহিলা লীগের সমাবেশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
মহিউদ্দিন বাচ্চুর সমর্থনে যুব মহিলা লীগের সমাবেশ

চট্টগ্রাম: মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে যে কথা বলেন তা বাস্তবায়ন করেন। তাই আগামী ৩০ জুলাই শেখ হাসিনার মনোনীত সংসদ সদস্য প্রার্থী মহিউদ্দিন বাচ্চুকে নৌকায় ভোট দিয়ে জয়ী করতে হবে।

শুক্রবার (১৪ জুলাই) বিকেলে নাসিরাবাদের তুলাতুলি মাদ্রাসা এলাকায় চট্টগ্রাম-১০ আসনে উপনিবার্চনে আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর সমর্থনে মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর এর নিদের্শনায় যুব মহিলা লীগের নেতা নাহিদা ইয়ামিন সোনিয়া আজাদের উদ্যোগে আয়োজিত এক মহিলা সমাবেশে তিনি এসব কথা বলেন।  

সমাবেশে নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বলেন, আমি আপনাদেরই লোক।

আমার চাওয়া-পাওয়া  আপনাদের দোয়া-ভালোবাসা আর ৩০ তারিখ সারাদিন আপনার ভোটটি নৌকায় দিয়ে আমাকে জাতীয় সংসদে পাঠাবেন। তারপর দায়িত্ব আমার। আমি আপনাদের সেবায় সারা জীবন থাকবো।  

নাহিদা ইয়ামিন সোনিয়া আজাদের সভাপতিত্বে আয়োজিত মহিলা সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের  সম্পাদক মন্ডলীর সদস্য সাবেক প্যানেল মেয়র মো. হোসেন, আহমেদুর রহমান ছিদ্দিক বাবু, সদস্য আমিনুল হক, মশিউর রহমান দিদার, আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, মহানগর স্বেছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, নগর যুবলীগের সিনিয়র সহ সভাপতি নুরুল আনোয়ার, হেলাল উদ্দীন, আবু নাসের চৌধুরী আজাদ,  কাউন্সিলার মোরশেদ আলম, মহিলা কাউন্সিলার জেসমিন পারভীন জেসী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা হাবিবুর রহমান তারেক, আওয়ামী লীগ অহিদ চৌধুরী মুক্তি, মাহফুজুর রহমান বাবুল, শাহীনুর রহমান, কামাল উদ্দীন, আসাদ সর্দার, যুবমহিলা লীগের ইসরাত জাহান, কানিস আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।