ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ...

চট্টগ্রাম: সিআর মামলায় ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো.ইসমাইল হোসেনকে (৬০) গ্রেফতার করেছে আকবর শাহ থানা পুলিশ।  

শুক্রবার (১৪ জুলাই) রাতে পূর্ব ফিরোজ শাহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর জানান, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে পূর্ব ফিরোজ শাহ এলাকায় অভিযান চালিয়ে সিআর কারাদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো.ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদপুর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২৪ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছিলেন।

আসামিকে  আদালতে প্রেরণ করা হবে।  

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।