ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে সমাবেশ করার অনুমতি চায় জামায়াত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
চট্টগ্রামে সমাবেশ করার অনুমতি চায় জামায়াত

চট্টগ্রাম: ১০ দফা দাবিতে আগামী ২২ জুলাই নগরের লালদিঘী ময়দানে সমাবেশ করার অনুমতি চেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কাছে আবেদন করেছে জামায়াতে ইসলামী।
 
শনিবার (১৫ জুলাই) দুপুরে অ্যাডভোকেট শামসুল আলমের নেতৃত্বে জামায়াতের ১৩ সদস্যের প্রতিনিধিদল সিএমপি কমিশনার কার্যালয়ে যান।

তবে এদিন কমিশনারের সঙ্গে সাক্ষাত মেলেনি তাদের।  

জামায়াতের সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন অ্যাডভোকেট শামসুল আলম।

তিনি বলেন, সমাবেশে অনুমতি চেয়ে সিএমপি কমিশনার বরাবর আবেদন করা হয়েছে। সিএমপি কমিশনার কনফারেন্স রুমে একটি মিটিংয়ে ব্যস্ত থাকায় আমাদের সঙ্গে দেখা হয়নি। তবে আমাদের চিঠিটি অফিসিয়ালি গ্রহণ করা হয়েছে।  

এর আগে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামে সমাবেশের অনুমতি নিতে জামায়াতের প্রতিনিধি দল সিএমপি কমিশনার কার্যালয়ে যান। এসময় কার্যালয়ের মূল ফটকে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের ফটকের কাছে বিশ্রামাগারে বসতে দেন। পরে কমিশনার কার্যালয় থেকে জামায়াতের দুইজন প্রতিনিধিকে কার্যালয়ে প্রবেশের অনুমতি দেয়া হয়। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম জেলা বারের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট কবীর হোসেন ও অ্যাডভোকেট শামসুল আলম সিএমপি কমিশনার কার্যালয়ে যান। প্রায় ১০ মিনিট পর তারা ফিরে আসেন।

সিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক বাংলানিউজকে বলেন, আগামী ২২ জুলাই জামায়াত চট্টগ্রামে সমাবেশ করার অনুমতি চেয়ে সিএমপি কমিশনার বরাবর আবেদন জমা দিয়েছে শুনেছি। আমরা মিটিংয়ে থাকায় বিস্তারিত জানাতে পারছি না।  

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত রাজনৈতিক দলটি এর আগে দীর্ঘ ১০ বছর পর গত জুন মাসে ঢাকায় প্রথম প্রকাশ্যে সমাবেশ করে।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।