ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

এডিস মশার লার্ভা পাওয়ায় ৮ ভবন মালিককে জরিমানা 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এডিস মশার লার্ভা পাওয়ায় ৮ ভবন মালিককে জরিমানা  ছবি প্রতীকী

চট্টগ্রাম: ডেঙ্গু মশার উৎসস্থল ধ্বংসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) 

সোমবার (১৭ জুলাই) নগরের কৈবাল্যধাম ও ফিরজশাহ এলাকায় এ অভিযান পরিচালনা করেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।  

এ সময় ডেঙ্গু রোগ প্রতিরোধে এডিস মশার উৎসস্থল বাড়ির ছাদ বাগান ও নির্মাণাধীন ভবন ড্রোন দিয়ে জরিপ করা হয়।

অভিযানে নির্মাণাধীন ভবনের নিচে, ফুলের টব, ড্রাম ও ছাদে জমে থাকা পানিতে মশার লার্ভা পাওয়ায় ৮ ভবন মালিককে ৮০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারী ও খুলশী থানা পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।