ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
বাঁশখালীতে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: বাঁশখালী উপজেলায় সাধনপুরে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার সাহেবের হাট থেকে এটি উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার সকালে সাপটি বাঁশখালী ইকোপার্কে অবমুক্ত করা হয়।

সূত্র জানায়, সোমবার রাতে স্থানীয়দের থেকে খবর পেয়ে সাহেবের হাটের পাহাড়ি জঙ্গল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।

আজ সকালে বাঁশখালী ইকোপার্কে সাপটি অবমুক্ত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান চৌধুরী বলেন, খবর পেয়েই আমি ঘটনাস্থলে যাই এবং অজগর সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করি।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।