ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মেরিনার্স সড়কে পার্ক নির্মাণের দাবিতে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
মেরিনার্স সড়কে পার্ক নির্মাণের দাবিতে মানববন্ধন ...

চট্টগ্রাম: কর্ণফুলী নদীর তীরে ফিরিঙ্গিবাজার এলাকার মেরিনার্স সড়কের পাশে  বিরানভূমিতে দৃষ্টিনন্দন পার্ক, ওয়াকওয়ে ও খেলার মাঠ নির্মাণের দাবিতে বুধবার (১৯ জুলাই) বিকেলে মানববন্ধন হয়েছে।  

ফিরিঙ্গিবাজার মেরিনার্স সড়কে আয়োজিত এ মানববন্ধনে ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কাউন্সিলর নুরুল হক, আবদুস সালাম মাসুম,আতাউল্লা চৌধুরী, পুলক খাস্তগীর , সংরক্ষিত নারী কাউন্সিলর বেগম লুৎফুন্নেছা দোভাষ বেবী,খোরশেদ আলম রহমান, তানভীর আহমেদ রিংকু, জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, নূর মোহাম্মদ, প্রবাল চৌধুরী মানু, অংকুর সিকদার, মো. সোলেয়ামান, শেখ জাহেদ হোসেন, তারাপদ দাশ, সামিউল হাসান রুম্মন, অছিউর রহমান, সাফকাত বিন আমীন, শফিউল আলম জনি, অনিন্দ্য দেব, মোহম্মদ আলী মিঠু, তন্ময় দাশ, বেলাল হোসেন, সাদেক হোসেন, মো. পারভেজ ,নিয়াজ, রুবেল, সোহেল হকসহ ৩০, ৩১, ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ডের জনসাধারণ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, নগরবাসীর দীর্ঘদিনের দাবি মেরিনার্স সড়কের পাশে বিরানভূমিতে একটি দৃষ্টিনন্দন পার্ক স্থাপিত হবে। পাশাপাশি সেখানে থাকবে ওয়াকওয়ে এবং খেলার মাঠ।

বর্তমানে সুস্থ বিনোদনের যে অভাব চট্টগ্রাম শহরে বিদ্যমান তা অনেকাংশে কমানো সম্ভব এ বিরানভূমিতে জনস্বার্থে প্রকল্প গ্রহণের মাধ্যমে।  

মানববন্ধনে অংশ নেওয়া নগরবাসী এই বিরানভূমিতে জনপরিসর গড়ে তোলার উদ্যোগ নেওয়ায় চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এবং চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।