ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চুনতির অভয়ারণ্যে অবমুক্ত হলো ২৬ অজগর 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
চুনতির অভয়ারণ্যে অবমুক্ত হলো ২৬ অজগর 

চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলার চুনতি অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে ১৬টি বাচ্চা ও ১০টি প্রাপ্ত বয়স্ক ইন্ডিয়ান রক পাইথন।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে লোহাগাড়া উপজেলার চুনতির গহীন অভয়ারণ্যে এ সাপগুলো অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্লাহ।

 

তিনি বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক স্যারের নির্দেশে চট্টগ্রাম চিড়িয়াখানায় জম্ম নেওয়া ১৬টি বাচ্চা ও বিভিন্ন স্থান থেকে উদ্ধার হওয়া ১০টি প্রাপ্ত বয়স্ক ইন্ডিয়ান রক পাইথনকে চুনতির গহীন অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে। প্রাকৃতির ভারসাম্য রক্ষায় উপজেলা প্রশাসনের নানামুখী  কার্যক্রম চলমান রয়েছে।

 

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।