চট্টগ্রাম: আনোয়ারা উপজেলায় যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা ও লাশ গুমের দায়ে ঘাতক স্বামীকে ১৪ বছর পর গ্রেফতার করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে নগরের কোতোয়ালীর ব্রিজঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আসামি মামুনুর রশীদ (৫০) আনোয়ারা থানার কৈখাইন গ্রামের আব্দুল শুক্কুরের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, নিহত ভিকটিম কলি আক্তার বরগুনা জেলার তালতলী থানাধীন নিদ্রারচর এলাকার বাসিন্দা।
তিনি আরও জানান, গত ২০০৯ সালের ২৬ মে বিকাল আনুমানিক ৩টায় ভিকটিমের মা ফোন করে ভিকটিম কলি আক্তারের খবর জানতে চাইলে ঘাতক স্বামী মামুনুর রশীদ জানায় কলি আক্তার ডায়রিয়ায় আক্তান্ত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর কিছুক্ষণ পর ঘাতক মামুনুর রশীদ মোবাইল ফোনে ভিকটিমের মাকে জানায় তার মেয়ে ডায়রিয়া রোগে মারা গেছে এবং দাফন-কাফনও শেষ। কিন্তু এ ব্যাপারে ভিকটিমের পরিবার আশেপাশের লোকজন থেকে জানতে পারেন যৌতুকের টাকা দিতে ব্যর্থ হওয়ায় ভিকটিম কলি আক্তারকে হত্যা করে এবং হত্যার আলামত গোপন করার জন্য তাড়াহুড়া করে কাউকে না জানিয়ে দাফন করে ফেলেছে।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে আনোয়ারা থানায় মামুনুরসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করলে আসামিদের গ্রেপ্তার করতে গোয়েন্দা নজরধারি অব্যাহত রাখে র্যাব। এর ধারাবাহিকতায় তাকে বৃহস্পতিবার তাকে করা হয়।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
পিডি/টিসি