ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সরকারি কমার্স কলেজ ৮৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
সরকারি কমার্স কলেজ ৮৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

চট্টগ্রাম: সরকারি কমার্স কলেজ ১৯৮৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (২১ জুলাই) সন্ধ্যায় নগরীর হোটেল পেনিনসুলায় এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক আব্দুল মতিন ও ইকরামুল হক খান এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ সেলিম উদ্দিন, এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান খান।  

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি মনজুর কাদের, সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ সুশান কুমার বড়ুয়া, ইকরামুল হক খান, আনোয়ার আহম্মদ, আগা আজহারুল, গিয়াসউদ্দিন, মাহবুব রশিদ, অরিন্দম, নাজিম, সাইফুদ্দিন, রূপান্তর, অভিজিৎ, মতিন শহীদ, প্রফেসর ফেরদৌস, শুভানন বড়ুয়া প্রমুখ।

 

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।