ঢাকা, সোমবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চান্দগাঁওয়ে ১১ প্রকল্পের উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
চান্দগাঁওয়ে ১১ প্রকল্পের উদ্বোধন ...

চট্টগ্রাম: নগরের চান্দগাঁওয়ে ১১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ।  

রোববার (২৩ জুলাই) সরকারের টিআর কর্মসূচি আওতায় এসব প্রকল্প তিনি উদ্বোধন করেন।

এ সময় নোমান আল মাহমুদ বলেন, আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখেই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুদূরপ্রসারী উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেন। তাঁর সততা ও আপসহীন নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের  রোল মডেল।

শেখ হাসিনার আপসহীনতার কাছে সকল ষড়যন্ত্র মাথা নত করে পরাজিত হয়েছে। পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল সহ অনেক মেগা প্রকল্পের সুফল ইতিমধ্যে দেশবাসী ভোগ করতে শুরু করেছে। প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন শেষে এখন ২০৪১ সালের উন্নত, আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। কোনো ষড়যন্ত্র চক্রান্তই প্রধানমন্ত্রীর উন্নয়ন ধারাকে বাধাগ্রস্ত করতে পারবে না।

এ সময় উপস্থিত ছিলেন ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক নুর মোহাম্মদ নুরু, যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন খালেদ সাইফু, নিজাম উদ্দিন নিজু, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আজম, কাবেদুর রহমান কচি, সিরাজুল ইসলাম লিটু, গোলাম মহিউদ্দিন বাবুল, হাসান খোকন, মোহাম্মদ ইদ্রিস লেদু, খোরশেদ আলম, হাসান জামান, মোহাম্মদ ইসমাইল খান, সরওয়ার আলম খান, নাজমুল খান, বিভূতি বড়ুয়া, মোহাম্মদ হারুন, ইব্রাহিম হোসেন খোকন, বাবর চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।