ঢাকা, সোমবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লরির কনটেইনার চাপায় পুলিশ সদস্য নিহত, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
লরির কনটেইনার চাপায় পুলিশ সদস্য নিহত, গ্রেফতার ২

চট্টগ্রাম: নগরের বন্দর থানাধীন কাস্টম ব্রিজ এলাকায় লরির কনটেইনার চাপায় এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় লরির চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে নগরের কাস্টম ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সার্জেন্ট মো. ইমরান উদ্দীন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

নিহত নূরে আলম বন্দর ডিভিশনের ট্রাফিক কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার মজলিশপুর এলাকায়।  

গ্রেফতাররা হলো- লরি চালক শামীম খান (২৮) ও হেলপার মো. সেলিম ওরফে লিটন (৩৬)।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, নগরের বন্দর থানাধীন কাস্টম ব্রিজ এলাকায় একটি বেপোরোয়া লরি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে কাত হয়ে যায়। এ সময় গাড়ির ওপর থাকা একটি পণ্যভর্তি কনটেইনার দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য নূরে আলমের ওপর পড়ে। খবর পেয়ে বন্দর থানা পুলিশ র‌্যাকার দিয়ে একঘণ্টা চেষ্টার পর কনটেইনার সরিয়ে তাকে উদ্ধার করে। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

তিনি আরও বলেন, স্থানীয়রা তাৎক্ষণিক লরিটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে শামীম খানের নামে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। এ ঘটনায় রাতেই বন্দর থানাধীন মাইলের মাথা এলাকা থেকে শামীম খানকে গ্রেফতার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সময় হেলপার দিয়ে গাড়ি চালানোর বিষয়টি স্বীকার করেন শামীম। পরে তার দেওয়া তথ্যমতে, ফেনীর সোনাগাজি এলাকা থেকে হেলপার সেলিমকেও গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।