ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

টাইগারপাসে পাহাড় ধস, প্রাণে বাঁচলেন গাড়িচালক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
টাইগারপাসে পাহাড় ধস, প্রাণে বাঁচলেন গাড়িচালক ...

চট্টগ্রাম: টানা বৃষ্টিতে নগরের লালখান বাজার-টাইগার পাস সড়কের পাশে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।  

এ সময় লালখান বাজার থেকে টাইগারপাসগামী সড়কে চলাচলরত একটি মাইক্রোবাসে মাটি আছড়ে পড়ে।

ফলে সড়কটির একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শুক্রবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ।

স্থানীয়রা জানান, লালখান বাজার থেকে টাইগার পাস মোড় পর্যন্ত চউক এর এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ চলছে। এ কাজে কয়েকমাস আগে পাহাড় কেটে সড়ক প্রশস্ত করা হয়। রাতভর বৃষ্টিতে পাহাড় ধসে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মাটি সরিয়ে নিলে বেলা ১১টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। মাটি চাপায় আটকে থাকা মাইক্রোবাসটিও ক্রেন দিয়ে সরিয়ে নেওয়া হয়।

বেঁচে যাওয়া মাইক্রোবাস চালক জীবন বলেন, ‘সকালে গাড়ি নিয়ে বহদ্দারহাটের দিকে যাওয়ার পথে হঠাৎ পাহাড় ভেঙে মাটি আছড়ে পড়ে গাড়ির ওপর। আমি কোনমতে প্রাণে রক্ষা পাই’।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, পাহাড় ধসের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল। তারা ধসে পড়া মাটি সড়ক থেকে সরিয়ে নেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।