ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে পাহাড় ধসে পড়লো বাড়ির ওপর, ৪ জনকে জীবিত উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
চবিতে পাহাড় ধসে পড়লো বাড়ির ওপর, ৪ জনকে জীবিত উদ্ধার  ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এসময় একই পরিবারের চারজনকে জীবিত উদ্ধার করার হয়।

সোমবার (৭ আগস্ট) ভোররাত সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহী কলোনিতে এ ঘটনা ঘটে।

পাহাড় ধসে পড়া বাড়িটিতে থাকতেন মো. হানিফ নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের এক কর্মচারী।

এসময় হানিফ ও তার স্ত্রীসহ দুই ছেলে-মেয়ে বাড়ির নিচে চাপা পড়েন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়।

সরেজমিন দেখা যায়, প্রায় ৩০০ ফুট দূর থেকে একটি বড় গাছসহ পাহাড়ের মাটি ধসে পড়ে। এতে কাঁচাপাকা বাড়িটির দুই পাশের দেয়াল ভেঙে যায়।  

হানিফের প্রতিবেশী মো. রুবেল বাংলানিউজকে জানান, ভোর রাতে হঠাৎ বিকট শব্দ হলে সবাই এসে তাদের দেয়াল চাপা অবস্থায় দেখতে পান। পরে দেয়াল সরিয়ে হানিফ সহ পরিবারের চার সদস্যকে জীবিত উদ্ধার করা হয়।

হানিফ বাংলানিউজকে বলেন, রাত থেকে ভারি বর্ষণ হচ্ছিল। ভোর রাতের দিকে হঠাৎ দেয়াল এসে আমাদের গায়ের ওপর পড়ে।  

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নুরুল আজিম বাংলানিউজকে জানান, পাহাড় ধসের খবর শুনেছি। সেখানে চবি নিরপত্তা দফতরের প্রধানকে পাঠানো হয়েছে। তিনি বর্তমানে ঘটনাস্থলে আছেন।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৩
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।