ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জলাবদ্ধ ৯ হাজার পরিবারে খাবার বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
জলাবদ্ধ ৯ হাজার পরিবারে খাবার বিতরণ ...

চট্টগ্রাম: নয় হাজার পানিবন্দি মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।  

সোমবার (৭ আগস্ট) পানিবন্দি মানুষেরর হাতে মেয়রের পক্ষে খাবার পৌঁছে দিয়েছেন কাউন্সিলররা।

পাহাড়ধসের ঝুঁকিতে থাকা এলাকার মানুষকে সরিয়ে নিচ্ছেন নিরাপদ আশ্রয়ে।

মেয়র বলেন, রেকর্ড পরিমাণ বৃষ্টিতে নগরের অনেক এলাকায় পানি উঠে ঘরে মানুষ বন্দি হয়ে আছে জানতে পেরে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে।

পানিবন্দি ও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ মানুষকে সরিয়ে নিতে কার্যক্রম চলমান আছে।  

সোমবার দুপুরে পশ্চিম বাকলিয়ার কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম ৩০০ পরিবারে শুকনো খাবার পৌঁছে দেন। পূর্ব ষোলশহরের বাড়ইপাড়া এলাকার পানিবন্দী ২ হাজার পরিবারের মাঝে খাবার বিতরণ করছেন কাউন্সিলর এম আশরাফুল আলম। মোহরা ওয়ার্ডের ৩ হাজার জলমগ্ন মানুষের মাঝে খাবার পৌঁছে দেন কাউন্সিলর কাজী নুরুল আমিন। সরাইপাড়ার কাউন্সিলর মো. নুরুল আমিন ৩০০ পরিবারের হাতে তুলে দেন চাল, ডিমসহ রান্নার বিভিন্ন উপকরণ। দক্ষিণ আগ্রাবাদের কাউন্সিলর মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী ২০০ পরিবারে শুকনো খাবার বিতরণ করেন। চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নূর মোস্তফা টিনু ৫০০ পরিবারে খাবার পৌঁছে দেন। চান্দগাঁওর কাউন্সিলর মো. এসরারুল হক ১ হাজার মানুষকে শুকনো খাবার ও ৫০০ মানুষকে রান্না করা খাবার বিতরণ করেন। এর আগে শনিবার ৮ হাজার ও রোববার ৬ হাজার পানিবন্দি মানুষকে খাবার দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।