ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম এখন জনবিচ্ছিন্ন নগর: ডা. শাহাদাত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
চট্টগ্রাম এখন জনবিচ্ছিন্ন নগর: ডা. শাহাদাত ...

চট্টগ্রাম: নগরের পশ্চিম বাকলিয়া এলাকায় যুবদলের উদ্যোগে পানিবন্দি ৩০০ পরিবারের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার (৭ আগস্ট) বিকেলে পশ্চিম বাকলিয়া ওযার্ডের বড় মিয়া বাপের মসজিদ, রসুলবাগ, চান মিয়া, মুন্সি লেইন, বগার বিল এলাকায় পানিবন্দি মানুষেরর মাঝে এ খাবার বিতরণ করেন মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।

এ সময় চট্টগ্রাম এখন জনবিচ্ছিন্ন নগরে পরিণত হয়েছে জানিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, বর্ষার মৌসুমী বৃষ্টিতে পুরো নগরে জলাবদ্ধতায় নিমজ্জিত হয়েছে। কেউ ঘর থেকে বের হতে পারছে না।

এই হচ্ছে চট্টগ্রামের বৃহত্তর  বাকলিয়া, বদ্দারহাট, চকবাজার সহ নগরের অবস্থা। বারবার যেটা অনুমান করছিলাম, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ সম্পন্ন করতে না পারলে পুরো নগর জলে ডুবে যাবে সেই আশঙ্কা সত্যি হলো।

বাকলিয়া থানা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন লেদুর সভাপতিত্বে  যুবদল নেতা মোহাম্মদ সাদ্দামুল হক সাদ্দামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক খোরশেদ আলম, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, নগর যুবদল নেতা নাসির উদ্দিন চৌধুরী নাসিম, কামাল উদ্দিন, জিয়াউল হক মিন্টু ও শেখ কামাল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।