ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে ব্যবসায়িক দ্বন্দ্বে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
ফটিকছড়িতে ব্যবসায়িক দ্বন্দ্বে যুবক খুন ছবি প্রতীকী

চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নে ব্যবসায়িক দ্বন্দ্বে মোহাম্মদ নয়ন (৩০) নামে এক যুবক খুন হয়েছে।  

সোমবার (৭ আগস্ট) রাতে আধারমানিক গ্রামের কুলালপাড়ক সড়কে এই ঘটনা ঘটে।

মোহাম্মদ নয়ন, একই উপজেলা দক্ষিণ খিরাম এলাকার জাবেদুল আলমের ছেলে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ নুরুল হুদা বাংলানিউজকে বলেন, বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্বে দু’পক্ষের কাটাকাটির এক পর্যায়ে মোহাম্মদ নয়ন খুন হয়।

আমরা সংবাদ পেয়ে সোমবার রাত পৌনে এগারোটা দিকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি। আমাদের অভিযান চলছে।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।