ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পানিবন্দি এলাকায় শুকনো খাবার বিতরণ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
পানিবন্দি এলাকায় শুকনো খাবার বিতরণ  ...

চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে মাস্টার পাড়া ও খলিলুর রহমান পাড়ায় এসব শুকনো খাবার বিতরণ করেন বড়হাতিয়া ইউনিয়ন যুবলীগ নেতা ফয়সাল মুহাম্মদ ওরহান।

এ সময় সঙ্গে ছিলেন মাস্টার পাড়ার মুহাম্মদ আলী, মালপুকুরিয়ার রিদুয়ান, জিহান ও মাহিব।  

ফয়সাল মুহাম্মদ ওরহান বলেন, পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

প্রশাসনের সঙ্গে সঙ্গে আমরাও যেন সাধ্যমতো তাদের পাশে থাকতে পারি সেই প্রচেষ্টা করতে হবে। সবাই মিলে একসঙ্গে ভয়াবহ এ পরিস্থিতি যেন কাটিয়ে উঠতে পারি সেই প্রার্থনা করি। বিশেষ করে বিত্তবানরা নিজ নিজ এলাকার এগিয়ে আসলে পানিবন্দি মানুষের কষ্ট অনেক কমে যাবে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।