ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দেশের স্বাধীনতা মুছে ফেলতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল: জামাল হোসেন মিয়া 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
দেশের স্বাধীনতা মুছে ফেলতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল: জামাল হোসেন মিয়া  ...

চট্টগ্রাম: বাংলাদেশের স্বাধীনতা মুছে ফেলতেই পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল খুনিরা। নির্মম এ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাঙালি জাতিসহ বিশ্ববাসীকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল।

রোববার (১৩ আগস্ট) বাদে আসর নগরের টাইগারপাস মোড়ে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া এসব কথা বলেন।  

শাহ জালাল (র.) ও শাহ কামাল (র.) মামা-ভাগিনা মাজার সংলগ্ন মসজিদে চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার-উল-আলম চৌধুরী নোবেলের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে ষষ্ঠ তম দোয়া মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

 

নগরের ৪১ ওয়ার্ডে মাসব্যাপী এতিম শিশুদের নিয়ে খাবারের আয়োজনের প্রশংসা করে জামাল হোসেন মিয়া বলেন, আল্লাহর কাছে এতিম শিশুদের দোয়া সবার আগে কবুল হয়। তাই তাদের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যও সবাই দোয়া করবেন। দেশের মানুষের জন্য দোয়া করবেন।  

তিনি বলেন, দেশে যে উন্নয়ন হচ্ছে। সে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে আবার নৌকাকে জয়যুক্ত করতে হবে। এর জন্য সবাইকে একযোগে কাজ করবে হবে। সামনে নির্বাচন। এ নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। সবাইকে সজাগ থাকতে হবে। সব ষড়যন্ত্র উপড়ে ফেলতে হবে।  

আগামী নির্বাচন যাতে নৌকার সরকার গঠিত হয়। সবাই সেই লক্ষ্যে কাজ করবেন। ফরিদপুর থেকে আমিও নির্বাচন করবো ইনশাআল্লাহ। যদি নির্বাচিত হই। শুধু ফরিদপুর নয়, পুরো বাংলাদেশের উন্নয়নের চেষ্টা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক উপ আপ্যায়ন সম্পাদক হাবিবুর রহমান রিপন, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সৈয়দ, ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আবু তৈয়ব, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা হোসাইন আহম্মেদ রুবেল, ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী আলো, যুবলীগ নেতা ফয়সাল মাকসুদ, আরিফ মুহাম্মদ হারুনী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারহান সোহেল, পাহাড়তলী থানা যুবলীগ নেতা আরিফ, এসএম ফারুক, আকবরশাহ্ থানা যুবলীগ নেতা গোলাম রাব্বানী রাফি, খুলশী থানা যুবলীগ নেতা কামরুল ইসলাম ইদু, ১১ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা আকবর, পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা রনি মজুমদার, হুমায়ুন, যুবলীগ নেতা আব্দুর রহমান সীমান্ত, পাহাড়তলী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম আকাশ, উপ তথ্য সম্পাদক আরাফাত হোসেন বিজয়, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা ফারহান উদ্দিন খান, আইআইইউসি ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান অপি, খুলশী থানা ছাত্রলীগ নেতা মঈনুদ্দিন আজমীর, ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা মারুফ হোসেন, জহির উদ্দিন বাবু, ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা সিফাত হাবীব রবি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।