ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বন্যা দুর্গতদের জন্য ৬৭ হাজার ওরস্যালাইন দিল বিসিডিএ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
বন্যা দুর্গতদের জন্য ৬৭ হাজার ওরস্যালাইন দিল বিসিডিএ

চট্টগ্রাম: বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের (বিসিডিএ) পক্ষ থেকে ৬৭ হাজার ৩০০ পিস ওরস্যালাইন জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে ঔষধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক এমএম সুলতানুল আরেফীনের নেতৃত্বে এসব স্যালাইন হস্তান্তর করে বিসিডিএর প্রতিধিরা।

জেলা প্রশাসক প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জনহিতকর কাজের জন্য বিসিডিএকে ধন্যবাদ জানান এবং বন্যা দূর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলকে আহ্বান জানান।

এ সময় বিসিডিএর চট্টগ্রামের সভাপতি সমীর কান্তি সিকদার, সাধারণ সম্পাদক লায়ন আশীষ কুমার ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ ও লোহাগাড়া উপজেলায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে যে বন্যা দেখা দিয়েছে তাতে স্থানীয় জনগণের বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। এ পর্যন্ত এ তিন উপজেলায় ২ লাখ লিটার বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার ও ত্রাণসামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এ কার্যক্রম এখনো চলমান রয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।