ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ...

চট্টগ্রাম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকীতে বঙ্গবন্ধুর বৃক্ষপ্রেমের আদর্শে অনুপ্রাণিত হয়ে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গ্রামীণ ব্যাংকের দেশব্যাপী ৩ কোটি গাছের চারা লাগানোর বিশেষ কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার (১৫ আগস্ট) গ্রামীণ ব্যাংক বৈলছড়ি শাখায় (কক্সবাজার জোন) সদস্যদের চারা গাছ বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংক বাঁশখালীর এরিয়া ম্যানেজার মুহাম্মদ মুনীর হোসাইন, বৈলছড়ি শাখার ব্যবস্থাপক রানা দাশ এবং শাখার সকল সহকর্মীর উপস্থিতিতে শাখা এলাকার ১৭টি কেন্দ্রে সদস্যদের পতিত জমিতে আনুষ্ঠানিকভাবে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।