ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইন্টার্নশিপে মালয়েশিয়া গেলেন সিভাসুর ৫৯ শিক্ষার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
ইন্টার্নশিপে মালয়েশিয়া গেলেন সিভাসুর ৫৯ শিক্ষার্থী ...

চট্টগ্রাম: ইন্টার্নশিপ করতে মালয়েশিয়া গেলেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ৫৯ শিক্ষার্থী

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ২০১৮-১৯ সেশনের চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের এসব শিক্ষার্থী মালয়েশিয়া যান।  

শিক্ষা ও গবেষণা বিনিময়ের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তি (এমওইউ) অনুযায়ী তারা এক মাস বিনা খরচে মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেঙ্গানুতে (ইউএমটি) অবস্থান করে ইন্টার্নশিপ কার্যক্রম সম্পন্ন করবেন।

  

মালয়েশিয়া যাত্রার প্রাক্কালে শিক্ষার্থীরা ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. আশরাফ আলি বিশ্বাসের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে ফটোসেশনে অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।