ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিরিজ বোমা হামলায় জড়িতদের শাস্তি দাবি স্বেচ্ছাসেবক লীগের 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
সিরিজ বোমা হামলায় জড়িতদের শাস্তি দাবি স্বেচ্ছাসেবক লীগের  ...

চট্টগ্রাম: ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নগর স্বেচ্ছাসেবক লীগ।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) নগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুজিত দাশের সভাপতিত্বে ও মোহাম্মদ সাইফুদ্দিন এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন নগর স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি মো. হেলাল উদ্দিন, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার হোসেন মনি, মুহাম্মদ আজিজ মিসির, আব্দুর রশিদ লোকমান, মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ খান, মো. সালাহউদ্দিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ২০০৫ সালে ১৭ আগস্ট তৎকালীন বিএনপি জোট সরকারের প্রত্যক্ষ মদদে ৬৩টি জেলায় একযোগে ৪৩৪ স্থানে বোমা বিস্ফোরণ ঘটায় জেএমবি। মূলত জঙ্গিবাদের উত্থান ঘটানোর জন্যই বিএনপি এই ঘৃণ্য কর্মকাণ্ডের পৃ্ষ্ঠপোষকতা করে।

এ সময় বক্তারা এ ঘটনার ইন্ধনদাতা তারেক জিয়া সহ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
পিডি/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।