ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মশা দিবসে চসিকের র‌্যালি 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
মশা দিবসে চসিকের র‌্যালি  ছবি প্রতীকী

চট্টগ্রাম: বিশ্ব মশা দিবসে ডেঙ্গু সম্পর্কে জনসচেতনতা বাড়াতে র‌্যালি ও প্রচার অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।  

দিবসটি উপলক্ষে রোববার (২০ আগস্ট) সকালে নগরের চাঁদগাও বি ব্লক মসজিদের সামনে থেকে শুরু হয় র‌্যালি।

এরপর নগরের ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড কার্যালয় থেকে আরেকটি র‌্যালি বের হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় এ র‌্যালি ও প্রচার অভিযানের উদ্দেশ্য ছিল মশা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি।

র‌্যালির পর সংক্ষিপ্ত সমাবেশে মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, আমি মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে একটি গবেষণাদল গঠন করি। উনাদের বিজ্ঞানভিত্তিক পরামর্শের আলোকে বর্তমানে সর্বাধুনিক মশার ওষুধ ছিটানো হচ্ছে। তবে, সরকারি উদ্যোগের পাশাপাশি মশা নিয়ন্ত্রণে চাই জনসচেতনতা। কেবল ওষুধ ছিটিয়ে মশা নিয়ন্ত্রণ সম্ভব না যদি আমরা নিজেদের বাড়ি ও নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি অপসারণ না করি। বিশেষ করে সম্প্রতি ব্যাপক বৃষ্টিতে অনেকের ভবনের আন্ডারগ্রাউন্ড ও ছাদের বিভিন্ন অংশে পানি জমেছে। নাগরিকদের প্রতি আহবান যাতে তারা জমে থাকা পানি অপসারণের মাধ্যমে মশার প্রজননের সুযোগ কমান।

সমাবেশের পর মেয়র এলাকাবাসীর হাতে জনসচেনতামূলক লিফলেট বিতরণ এবং মশানিধন কার্যক্রম তদারকি করেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।