ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ডেঙ্গুতে পুলিশ সদস্যের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
ডেঙ্গুতে পুলিশ সদস্যের মৃত্যু ...

চট্টগ্রাম: ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে এমাদুল হোসেন (৩২) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

সোমবার (২১ আগস্ট) দুপুরে নগরের এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান।  

বিষয়টি নিশ্চিত করেছেন এভারকেয়ার হাসপাতালের ডিউটি ম্যানেজার আলী নেওয়াজ সাব্বির।

 

পুলিশ সদস্য এমাদুল হোসেন বাড়ির সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায়।  

আলী নেওয়াজ সাব্বির বাংলানিউজকে জানান, ডেঙ্গু উপসর্গ নিয়ে গতকাল রাতে এক পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি হন। আজ দুপুরে তিনি মারা যান। তিনি ডেঙ্গুর হেমোরজিক সিনড্রোম জটিলতায় ভুগছিলেন বলে জানিয়েছেন চিকিৎকরা।

এর আগে গতকালও ডেঙ্গুতে তিন নারীর মৃত্যু হয়। এ বছর ডেঙ্গুতে ৪৪ জনের মৃত্যু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।