ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মাদকের মামলায় স্বামী-স্ত্রীর ৫ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
মাদকের মামলায় স্বামী-স্ত্রীর ৫ বছরের কারাদণ্ড প্রতীকী ছবি।

চট্টগ্রাম: নগরের চকবাজার থানার ইয়াবার মামলায় স্বামী-স্ত্রী দুজনকেই ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ আগস্ট) চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক মো. সেলিম মিয়ার আদালতে এ রায় দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মো.খোরশেদ প্রকাশ সোহেল এবং তার স্ত্রী নারগিস আকতার।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের মার্চে নগরের চকবাজার এলাকা থেকে ১ হাজার ইয়াবাসহ খোরশেদ ও নারগিসকে গ্রেফতার করে পুলিশ।

পরে এই ঘটনায় করা মামলায় তদন্ত শেষে পুলিশ দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। পাঁচজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত রায় দেন।  

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী সেকান্দর আলী বাংলানিউজকে বলেন, আদালত স্বামী-স্ত্রীকে পাঁচ বছর করে কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।