ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইয়াবার মামলায় ৫ বছর কারাদণ্ড 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
ইয়াবার মামলায় ৫ বছর কারাদণ্ড  ...

চট্টগ্রাম: নগরের বন্দর থানার ইয়াবার মামলায় মো.দেলোয়ার হোসেন (৩৭) নামের এক যুবককে ৫ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।  

বুধবার  (২৩ আগস্ট) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞাঁর আদালত এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত মো.দেলোয়ার হোসেন ঝালকাঠি জেলার রাজাপুর থানার দক্ষিণ রাজাপুর হাওলাদার বাড়ির আব্দুল আজিজ হাওলাদারের ছেলে।  

মামলার নথি থেকে জানা যায়, ২০১৭ সালের ২১ মে নগরের বন্দর থানার লোহারপুর মোড় এলাকা থেকে মোটরসাইকেলসহ মো.দেলোয়ার হোসেন গ্রেফতার করে পুলিশ।

এ সময় তার কাছ থেকে ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  এ ঘটনায় তৎকালীন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন বাদী হয়ে মামলা করেন। ২০১৭ সালের ২১ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন বন্দর থানার এসআই আলতাফ হোসেন আদালতে অভিযোগ পত্র দেন। ২০১৯ সালের ২৫ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট অনুপম চক্রবর্তী বাংলানিউজকে বলেন, সাক্ষ্য প্রমাণে ইয়াবার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো.দেলোয়ার হোসেনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।